মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খাঁনের সভাপতিত্বে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, ওমর ফারুক লিটন, পিপি সাইদুল রাজ্জাক, মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মুতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন, সাবেক পৌর আমির মোসলেম উদ্দিন, পৌর আমির সোহেল রানা ডলার, সদর উপজেলা আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মীর আহসানুজামান, জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আব্দুল মালেক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাভ উদ্দিন, জামায়াত নেতা জার্জিস হোসাইন, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, বিএনপি নেতা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, অ্যাডভোকেট মুখলেসুর রহমান স্বপন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে সকলের অংশগ্রহণে দেশের ও পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের আগে কানন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। কানন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সদস্য আব্দুল জব্বার, সেলিম রেজা, আতিকুল ইসলাম, বোরহানউদ্দিন, মশিউর রহমান, আসমাউল হাসান ইসলামিক সংগীত পরিবেশন করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.