মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ইউনিয়ন-ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও সদস্য সংগ্রহ উদ্বোধন কল্পে-মোনাখালী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় মোনাখালী হাট প্রাঙ্গণে মোনাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে মোনাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রায়হান কবির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে, জুলাই আগস্টের যে অভ্যুত্থান ঘটেছে একটি গোষ্ঠী এই অভ্যুত্থানের সমস্ত কৃতিত্ব নিতে চায়। গত ১৬ বছর আপনারা কোথায় ছিলেন? গত ১৬টি বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী জীবন দিয়েছে গুম হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত হয়ে দিনের পর দিন কারাগারে কাটিয়েছে। জুলাই আগস্ট এর অভ্যুত্থানের কৃতিত্বকে আমরা খাটো করে দেখছি না। কিন্তু আপনারা বলতে চান জুলাই আগস্ট’র কৃতিত্ব এককভাবে আপনাদের। ১৬ বছর কষ্ট করলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা, আর মধু খাবেন আপনারা! এত সহজ! এই বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ কোটি সৈনিকেরা অতন্ত্র প্রহরির মতো পাহারা দেয়ার জন্য দাঁড়িয়ে আছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। ইউনিয়ন বিএনপির সাবেক যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফি, মোশিউর রহমান ও রোমানা আহমেদ। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, পৌর ছাত্রদলের সদস্য সচিব জারজিস ইউসুফ রমিক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এম এ সাঈদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লেয়ার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান ফিরোজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলাম, যুবদল নেতা আবু ইউসুফ মিরন, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মোনাখালী ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, সুরুজ, টুটুল, বিএনপির নেতা প্রো ভিপি সৌরভ হোসেন, মোশিউল আলম দ্বীপু, নাহিদ আহমেদ, শামুয়েল হোসেন সানি, গরিবুল্লা, আব্দুল মাজেদসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.