মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিব চর্চা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর কারাবাস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিববর্ষে শতঘণ্টা মুজিব চর্চা’ আয়োজনের মুখ্য উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাহিদুজ্জামান খোকন, খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিউদ্দিন, মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী, পিপি পল্লব ভট্টাচার্য, সদর থানার ওসি শাহ দারা খান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ