মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা পরিদর্শন করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। গতকাল শনিবার বিকেলের দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেলার স্টল পরিদর্শন করেন। এ সময়ের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেলার স্টল মালিকদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। একই দিন রাতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম প্রমুখ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।