মেহেরপুর অফিস: মেহেরপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি মেহেরপুরের উদ্যোগে জেলা জজ আদালত মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.জওয়াহেরুল আনাম সিদ্দিকী, অ্যাড. মীনা পাল, অ্যাড. জিল্লুর রহমান, মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন-পুলিশসহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করতে হবে। বিচার বিভাগের সকল অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।