মেহেরপুর অফিস: মাদক সেবনের টাকা না পেয়ে ঘরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছে রনি নামের এক যুবক। তাকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রনি বামন পাড়া গ্রামের কাজেম আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেলের দিকে রনি তার মা মমতাজ বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। এ সময় তার মা টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে সে নিজ ঘরে প্রবেশ করে আত্মহত্যা করার লক্ষ্যে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে ঘরে আগুন ধরিয়ে দেয়। ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে রনিকে উদ্ধার করে পিটুনি দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন আয়ত্তে আনে। তার আগেই ঘরে প্রায় লক্ষাধিক টাকার জিনিস আগুনে পড়ে নষ্ট হয়।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.