মেহেরপুর অফিস: মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের কর্মকর্তাগণ। এ ঘটনায় হামলাকারী আজিম রাজাকে (২২) আটক করা হয়েছে। তিনি শহরের মালোপাড়ার মাসুদের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরের দিকে।
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শাহ জালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরের দিকে এসআই খসরু আল মামুন ও সাইদুর রহমানসহ কয়েকজন আমার নেতৃত্বে মেহেরপুর শহরের মালোপাড়ার জাহিদের বাড়িতে অভিযান চালান। অভিযান শেষে ফেরার পথে আজিম রাজা আমাদের লক্ষ্য করে গালিগালাজ করে ও এক পর্যায়ে আমাদের ওপর হামলা চালায়। সে আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
এছাড়া, আরও পড়ুনঃ