মেহেরপুর অফিস: মেহেরপুরের ৩ বীজ প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদ উত্তীর্ণ সবজি বীজ এবং আমদানীকৃত বীজের প্যাকেট বিক্রয় মূল্য না থাকার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে মেহেরপুর বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, বাজিতপুর বীজ ভান্ডারে ভারত থেকে আমদানীকৃত বীজের প্যাকেজে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় ভোক্তা অধিকার সরংক্ষণ আইন ২০০৯ এর দুটি ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে মেহেরপুর বীজ ভান্ডার ও সজিব বীজ ভান্ডারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ সবজি বীজ সংরক্ষণ করায় অপরাধে ৫ হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন অফিসার মো. এমদাদুল হক।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.