মেহেরপুর অফিস: স্বাস্থ্যবিধি না মেনে স্যাঁতসেঁতে পরিবেশ ও ময়লাযুক্ত টেবিলের ওপর ক্ষতিকর রং মিশিয়ে বিভিন্ন ধরণের বেকারির পণ্য তৈরি এবং ব্যবসায়ীক সব ধরণের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেরপুর শহরের নিউ বোম্বে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সর্তকতা প্রদর্শন করা হয়েছে। এদিকে মেয়াদোত্তীর্ণ জিনিস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় একই দিন শহরের একটি মুদি দোকানদারের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে শহরের হোটেল বাজার গফুর সড়কের পাশে অবস্থিত নিউ বোম্বে বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে স্যাঁতসেঁতে পরিবেশে ও ময়লাযুক্ত টেবিলের ওপর ক্ষতিকর রং মিশিয়ে বেকারির পণ্য তৈরি এবং ব্যবসায়ীক সব ধরণের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৭, ৪২ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. আবুল কালাম আজাদের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আগামী একমাসের মধ্যে কারখানার সমস্ত পরিবেশ উন্নত করণসহ সমস্ত লাইসেন্স নবায়ন করে নিতে নির্দেশ দেয়া হয়।
একই দিন দুপুরের দিকে শহরের হোটেল বাজার এলাকার একটি মুদিদোকানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও মূল্য তালিকা না টানানোর জন্য দোকানমালিক নূরুদ্দিনের নিকট থেকে ৩৮ ও ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার মোঃ জিব্রাইল হোসেন ও জেলা স্যানিট্যারি ইন্সপেক্টর মো. তাজিমুল হক।