মেহেরপুর অফিস : মেহেরপুর ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সরকারি পরিচালক সজল আহমেদ, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রুপালী খাতুন, পিরোজপুর এসকেএস অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নির্বাহী পরিচালক ফায়েলউদ্দিন আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবে মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় একশ’ জন শিশু বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।
এর আগে এদিন সকালে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ শামীম হোসেন, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.