বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার শিমুলতলা গ্রামের মাঠে বিলুপ্তপ্রায় একটি বাঘডাসা পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কৃষকরা মাঠে কাজ করার সময় এই ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার বারাদী ইউনিয়নের শিমুলতলা গ্রামের মাঠে কাজ করছিলেন কৃষকরা। এ সময় হায়াত আলীর ধান ক্ষেতের মধ্যে বাঘডাসা দেখতে পান শ্রমিকরা। তাড়া করে তাকে ধরতে গেলে আক্রমণের চেষ্টা করে। তখন মাঠের শ্রমিকরা জড়ো হয়ে বাঘডাসাটিকে পিটিয়ে হত্যা করে। কৃষি ও পরিবেশের জন্য উপকারী বিপন্ন এই প্রজাতির বাগডাসাটিকে কৌতূহলবশত হত্যা করা হয়েছে বলে জানান ওই শ্রমিকরা। বন্যপ্রাণী আইনে এ সমস্ত প্রাণী হত্যা অপরাধ উল্লেখ করে মেহেরপুর সদর বন বিভাগের ফরেস্টার হামিম হায়দার বলেন, ওই এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষার জন্য চেষ্টা করা হবে।
পূর্ববর্তী পোস্ট
ক্ষমতাসীন দল ও মাঠের বিরোধী দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে উত্তেজনা ও নানা উৎকণ্ঠা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.