মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় আলফাজ হোসেন নামের একজনকে ৩ বছর ৪ মাসের সশ্রম কারাদ- দিয়েছেন বিজ্ঞ আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিজ্ঞ বিচারক কেরামত আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত আলফাজ আলী মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের হেরেং আলীর ছেলে।
জানা যায়, ২০১৫ সালে মেহেরপুর সদর থানার পুলিশ আলফাজকে ফেনসিডিলসহ আটক করে। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটি মেহেরপুর আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত প্রতিবেদন ও মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্যে আসামি আলফাজ হোসেন দোষী প্রমাণিত হওয়া বিজ্ঞ আদালত তাকে এ শাস্তি দেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ