মেহেরপুর অফিস: ৩৫ বোতল ফেনসিডিলসহ আরিফুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে তার সহযোগী মিঠু মিয়া (৩২)। মেহেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রোববার সন্ধ্যায় শালিকা গ্রাম থেকে আরিফুলকে আটক করে। আরিফুল ইসলাম সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের খেজুমুদ্দীনের ছেলে। অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি এসআই অজয় কুমার কুন্ডু। এসআই বিশ^জিত সরকার, এএসআই হেলাল উদ্দীন, এএসআই মাহতাব উদ্দীনসহ ডিবি সদস্যরা এ অভিযানে অংশ নেয়।
ডিবি সূত্রে জানা গেছে, ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে ডিবির অভিযান দলটি শালিকা গ্রামের পূর্বপাড়ার গোরস্থান মোড়ে অবস্থান নেয়। এসময় ফেনসিডিল নিয়ে আরিফুল ও মিঠু মিয়া গন্তব্যে যাচ্ছিলো। ডিবির অবস্থান টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আরিফুলকে ৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয় ডিবির অভিযান দলটি। তবে পালিয়েও রক্ষা হচ্ছে না মিঠু মিয়ার।
ডিবি সূত্রে জানা গেছে, আটক আরিফুল ইসলাম ও পলাতক মিঠু মিয়ার নামে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরিফুলকে আদালতে সোপর্দের উদ্দেশ্যে সদর থানায় প্রেরণ করা হয়। অন্যদিকে পলাতক মিঠুকে আটকের চেষ্টা করছে ডিবি।