মেহেরপুর অফিস: মেহেরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলায় ৪ জন ও সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ২ জন রয়েছে। সদর থানার ওসি শাহ দারা খানের নেতৃত্বে পুলিশের পৃথক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গত বুধবার দিবাগত রাতভর সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালান হয়। সদর থানার ওসি শাহ দারা খান জানান, আদালতের পরোয়ানা পেয়ে এসব আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।