মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড়ে বাসস্ট্যান্ড পাড়ার বিদুৎপৃষ্টে ফজলুল হক (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে আলিয়া মাদ্রাসা পূর্বপাশে একটি পুকুরে পানি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। বাসষ্ট্যান্ড পাড়ার আজগর আলী শেখের ছেলে সে। তিনি মাছের ব্যবসাসহ অন্যান্য ব্যবসার সাথে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ফজলুল হক তার পুকুরে পানি দেওয়ার জন্য পুকুরে যায়। সেখানে বৈদ্যুতিক মটরের মাধ্যমে পুকুরে পানি দিতেন। আজ সকালে মটরের সুইচে চাপ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকুর পাড়ে পড়ে ছিলো। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তার মরদেহ পরিবারের সদস্যদের খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
মৃত্যু ফজলুল হকের রুবেল হোসেন, ভোরে সেহরী খেয়ে আব্বা পুকুরে পানি দিয়ে চলে যায়। আব্বা যখন মটরের সুইসে চাপ দেয় তখন মটরসহ আব্বা পানিতে পড়ে যায়। তখনি তিনি মারা যান।
এবিষয়ে পৌরসভার ৮ নং ওয়ার্ড়ের কাউন্সিলর সৈয়দ মুনজুরুল কবির রিপন জানান, ফজলুল হক একজন ভালো মানুষ ছিলেন। ঘটনাটি শোনার পরপর আমি ঘটনাস্থলে যায়। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া বয়ছে।
এছাড়া, আরও পড়ুনঃ