মেহেরপুর অফিস: মেহেরপুরে পরোয়ানাভুক্ত আসামি আশিককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আশিক মেহেরপুর ২নং ওয়ার্ড মালোপাড়ার মৃত আনিসুর কসাইয়ের ছেলে। গতকাল বুধবার পৌনে ১১টার দিকে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম’র সার্বিক দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সদর থানার এস আই প্রহলাদ রায়, এসআই নাহিরুল ইসলাম, এএসআই শফিকুল ইসলাম ও এএসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি আশিককে আটক করে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং থানা এলাকায় গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.