মেহেরপুর অফিস: আসন্ন পৌরসভা নির্বাচনে মেহেরপুর পৌরসভার নৌকার প্রার্থীর পক্ষে একযোগে ভোট চাইলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল সোমবার মেহেরপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটনের পক্ষে ভোট চাইলেন। মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন ছাড়াও এ সময় মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, আব্দুল মান্নান ছোট, অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাড. খ.ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ