মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতালের নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্বজনরা অভিযোগ করেছেন, অসুস্থ নবজাতক মৃত্যুর কোলে ঢোলে পড়লে সহযোগিতা চাওয়ার পর বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেন মোবাইল ইন্টারনেটে মগ্ন নার্স। নবজাতকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গতকাল সোমবার রাত আটটার দিকে হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রসূতির স্বজনদের অভিযোগ, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর মায়ের হাসি ক্লিনিকে পুত্রসন্তান প্রসব করেন প্রসূতি বৃষ্টি (২০)। তবে নবজাতক অসুস্থ থাকায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক শিশু ও কিশোর বিশেষজ্ঞ ডা. ওবায়দুল ইসলাম পলাশকে দেখানো হয়। তিনি নবজাতককে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে নবজাতক আরও অসুস্থ হয়ে পড়ে। এসময় ডিউটিরত নার্সদের কাছে গিয়ে সহযোগিতা চায় স্বজনরা। ইন্টারনেটে মগ্ন সেবিকারা বিষয়টি এড়িয়ে যান। রাত আনুমানিক আটটার দিকে ওই নবজাতকের মৃত্যু হয়।
নবজাতকের নানা মো. হাসান বলেন, নাজমিন নাহার ও জান্নাতুল নাঈম নামের দুজন নার্স দায়িত্বরত ছিলেন। আমরা নার্সের কাছে গেলে তারা বিষয়টি না দেখে অবহেলা করেন। তারা ইন্টারনেটে মগ্ন হয়ে মোবাইল টিপায় ব্যস্ত ছিলেন। তিনি আরও বলেন, নার্সদের কাছে আকুতি মিনতি করলে তারা বলেন- বাচ্চা কি শুধু আপনাদেরই হয়েছে? আরও অনেক বাচ্চা আছে হাসপাতালে। শিশু মৃত্যুর পর হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হলে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।