মেহেরপুরে নতুন ২১ করোনা রোগী চিহ্নিত
মেহেরপুর অফিস: মেহেরপুরে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন করে ২১ জন করোনা রোগী চিহ্নিত হয়েছে। নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় তিনজন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলায় চারজন এবং সাতক্ষীরা জেলার দুইজন পজেটিভ রোগী আছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৮৫ জন । গতকাল সোমবার বিকেলে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়ার ল্যাবে ৬৮ টি (এন্টিজেন টেস্ট ৪৮টি, জীন এক্সপার্ট-১, আরটিপিসিআর-১৯ টি) নমুনা পরীক্ষা শেষে ২১ টি কোভিড পজেটিভ রোগী চিহ্নিত হয়। বাকিগুলো নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট এক হাজার ৫৬ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে চিকিৎসাধীন ৮৫ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ২০ জন, গাংনী উপজেলায় ৩৯ জন ও মুজিবনগর উপজেলায় ২৬ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৮৩ জন। এদের মধ্যে সদর উপজেলার ৫৬ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার ১২ জন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত ৮৬৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন । যার মধ্যে সদর উপজেলায় ৪৯৯ জন, গাংনী উপজেলায় ২৬৯ জন ও মুজিবনগর উপজেলায় ৯৮ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন। মারা যাওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার তিনজন রয়েছেন।