মেহেরপুরে নতুন ১৪ জন করোনা আক্রান্ত
মেহেরপুর অফিস : আবারো লাফিয়ে লাফিয়ে বাড়ছে মেহেরপুরে করোনা রোগি।গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন করে ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় দুইজন, গাংনী উপজেলায় একজন ও মুজিবনগর উপজেলার আটজন এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তিনজন বাসিন্দা রয়েছেন ।এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা ১০১ জন। গতকাল শনিবার বিকেলে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানান।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়ার ল্যাবে ৬৬ টি (আরটিপিসিআর ৩১,এন্টিজেন টেষ্ট-৩৩ টি, জীন এক্সপার্ট-২ টি) নমুনা পরীক্ষা শেষে ১৪ জন করোনা রোগি চিহ্নিত হয়।এনিয়ে মেহেরপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৩৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট এক হাজার ৮৩ করোনা রোগি চিহ্নিত হয়। বর্তমানে চিকিৎসাধীন ১০১ জন করোনা রোগির মধ্যে সদর উপজেলায় ২৩ জন, গাংনী উপজেলায় ৪৫ জন ও মুজিবনগর উপজেলায় ৩৩ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৮৯ জন। এদের মধ্যে সদর উপজেলার ৫৭ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার ১৭ জন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত ৮৭৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন । যার মধ্যে সদর উপজেলায় ৫০২ জন, গাংনী উপজেলায ২৭৫ জন ও মুজিবনগর উপজেলায় ১০০ জন রয়েছেন । এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন। মারা যাওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার তিনজন রয়েছেন।