মেহেরপুরে নতুন আরও ৪জন করোনা রোগী চিহ্নিত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন আরও চারজন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ৬২ জন। নতুন আক্রান্ত চারজনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা দুইজন ও মুজিবনগর উপজেলার বাসিন্দা দুইজন রয়েছেন। গতকাল সোমবার রাত ১০ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন রাতে নতুন ১৪ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে চারজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৬ হাজার ৩২২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৮৭২ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭৩২ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪১৩ জন, গাংনী উপজেলা ২৩৪ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। বাকি চিকিৎসাধীন ৬২ জনের মধ্যে সদরে ৩৩ জন, গাংনী উপজেলায় ২১জন ও মুজিবনগর উপজেলায় ৮জন রয়েছেন। মারা যাওয়া ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৩জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৭জন, গাংনী উপজেলার ১৪ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।