মেহেরপুরে নতুন আরও ৩ জন করোনা রোগী চিহ্নিত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন আরও তিনজন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ৫৭ জন। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা দুজন ও গাংনী উপজেলার বাসিন্দা একজন রয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন রাতে নতুন ২৩ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে তিনজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৬ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৮৭৫ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭৩৯ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪২০ জন, গাংনী উপজেলায় ২৩৪ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। বাকি চিকিৎসাধীন ৫৭ জনের মধ্যে সদরে ২৮ জন, গাংনী উপজেলায় ২১ জন ও মুজিবনগর উপজেলায় আটজন রয়েছেন। মারা যাওয়া ২২ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার সাতজন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৩ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৭ জন, গাংনী উপজেলার ১৪ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।