মেহেরপুরে নতুন আরও একজন করোনা আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ৩৮ জন। নতুন আক্রান্ত একজন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল শুক্রবার বিকেল ৬টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা শেষে এদিন রাতে নতুন ১৬টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ হয়। এ নিয়ে এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৬ হাজার ৪৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় সর্বমোট ৮৯১ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭৭৩ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৪৫ জন, গাংনী উপজেলায় ২৪৩ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ বাকি চকিৎসাধীন ৩৮ জনের মধ্যে সদরে ১২ জন, গাংনী উপজেলায় ১৭ জন ও মুজিবনগর উপজেলায় ৯ জন রয়েছেন। মারা গেছেন ২১ জন। মারা যাওয়া ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার ৬ জন ও মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৬ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৯ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন।