স্টাফ রিপোর্টার: মেহেরপুরে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা স্টেডিয়াম জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এ আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা পরিচালক আল আমীন, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ শামসুর রহমান, ম্যানেজিং কমিটি ও আল নূর ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এর আগে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, অতিথিদের প্যারেড পরিদর্শন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শন, শান্তির পতিক সাদা পায়রা ও বেলুন উড়িয়া উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী সালাউদ্দিন নকিব। এরপরে খেলার প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.