মেহেরপুর অফিস: মেহেরপুরে ক্যাফে ইন নামক রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর পৌরসভার মহিলা কলেজ রোড ক্যাফে ইন রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়। অভিযানে নোংরা পরিবেশে বিভিন্ন আইটেমের খাদ্যদ্রব্য স্বাস্থ্যসম্মত না থাকায়, মিয়াদ উত্তীর্ণ মাংস কাবাব, বার্গার ও কাবাব ছত্রাক জাতীয় ভাইরাস পাওয়ায়, দোকানের লাইসেন্স, খাদ্য অধিদপ্তর’র বিক্রিয় করা লাইসেন্স ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় দোকান মালিক সুমনের নিকট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দোকানের সকল লাইসেন্স ও কাগজপত্র তৈরি করার জন্য ১৫ দিনের সময় বেধে দেন। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনূল হাসানের নেতৃত্বে ক্যাফে ইন রেস্তোরাঁয় অভিযানে নোংরা পরিবেশে স্বাস্থ্যসম্মত না থাকার কথা রেস্তোরাঁর মালিক স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক মো. সুমন খানকে ৫ হাজার টাকা জরিমানা আদায় ও পরবর্তীতে না করার শর্তে মৌখিক সতর্ক করা হয়। মানসম্মত না থাকায় প্রতিটা খাবার নষ্ট করে ডাস্টবিনে ফেলা দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, ভোক্তা অধিদপ্তরের ইন্সপেক্টর মো. তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা পুলিশের একটি বিশেষ টিম অভিযানের সহযোগিতা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.