মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন মনোহরপুর মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ৭৮ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন মনোহরপুর মৌজায় এক কোটি টাকা মূল্যের ৭৮ শতাংশ জমি উদ্ধার, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ৭৮ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
জানা গেছে, মনোহরপুর গ্রামের রূপচাঁদের ছেলে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি ৭৮ শতাংশ জমি দখলে রেখেছিলেন। অভিযানকালে উপজেলা প্রশাসনের সঙ্গে ছিলেন জেলা পুলিশের একটি দল, ব্যাটালিয়ন আনসার, পিআইও, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কুতুবপুর ইউনিয়নের সচিব ও গ্রাম পুলিশ। সফল অভিযানের মাধ্যমে প্রায় এক কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়। জমি উদ্ধারের পরপরই সেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.