মেহেরপুর অফিস: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) মেহেরপুর জেলা শাখার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর শর্মা রেস্টুরেন্ট হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিগত দিনের জেলা বিসিডিএস’র এডহক কমিটি বাতিল করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে ১৭ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা বিসিডিএস’র প্রস্তাবিত কমিটির তালিকা তুলে দেন। এ সময় মেহেরপুর জেলা বিসিডিএস’র সাবেক আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, মেহেরপুর সদর উপজেলা ও মুজিবনগর উপজেলার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সহ বিসিডিএস’র কেন্দ্রীয় সদস্য আলহাজ মো. রফিকুল আলম টুকু, আখতারুজ্জামান ও আলহাজ মো. দ্বীন আলী উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা বিসিডিএসের ১৭ সদস্য বিশিষ্ট নামের তালিকায় রয়েছেন সভাপতি আব্দুল লতিফ, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাকিবুল হাসান রণ ও কাজী খয়রুদ্দিন, নির্বাহী সদস্য মতিউর ইসলাম, মো. রিনু, বাবর আলী, সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম সেন্টু, আসিফ আল মোনায়েম, জালাল উদ্দিন, সেলিম খান, বেনজির আহমেদ, আব্দুস সালাম, শফিকুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম ও এসএম খাইরুল।
পূর্ববর্তী পোস্ট
পুলিশ কনস্টেবল রফিকুলের বিরুদ্ধে অভিযোগ : আইনি সহায়তা চেয়ে আবেদন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.