মেহেরপুরে ইসলামী ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় গ্রিল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সময় ভল্টে থাকা ৮ লাখ ১০ হাজার টাকা ও ব্যাংকে থাকা সিসি ক্যামেরার হার্ডডিক্স খুলে নিয়ে চলে গেছে চোরেরা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে মঙ্গলবার সকালে অফিস সহকারী শাহাদত হোসেন ব্যাংকের দরজা খুলে দেখেন ব্যাংকের জানালার গ্রিল কাটা। পরে ভেতরে প্রবেশ করে দেখে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, চোরেরা বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার বাইরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার হামিদুর রহমান কাজল বলেন, আজ (মঙ্গলবার) সকাল ৯টায় অফিস সহকারী আমাকে ফোন দিয়ে জানায় দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে। ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রাখা ছিল। পরে সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে গিয়ে দেখি সিসি ক্যামেরার হার্ড ডিক্সটাও খুলে নিয়ে গেছে চোরের দল। তিনি আরও বলেন, বাজারে নাইট গার্ড রয়েছে। তবে ব্যাংকের নিজস্ব কোনো নাইট গার্ড নেই। গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, রাতে চোরেরা ব্যাংকটির তিন তলার পেছন সাইডের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ভল্টে থাকা টাকা নিয়ে যায়। ঘটনার পর পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে থানায় নিয়েছে। এছাড়াও থানা পুলিশ, ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম জড়িতদের ধরতে মাঠে কাজ শুরু করেছে। উল্লেখ্য, চলতি বছরই মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে একই ধরনের চুরির ঘটনা ঘটে। তখন সেখানে ভল্টে থাকা ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে গিয়েছিল চোরেরা। আর সেই চুরির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় চলতি বছরে জেলায় ইসলামি ব্যাংক এজেন্ট শাখায় দ্বিতীয়বারের মত চুরির ঘটনা ঘটলো।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More