মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ১৮ জন। নতুন আক্রান্ত একজন মুজিবনগর উপজেলার বাসিন্দা। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৬টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৮৮৬ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭১২ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬২২ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৩৫ জন, গাংনী উপজেলায় ২১৫ জন এবং মুজিবনগর উপজেলায় ৭২ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন।
চিকিৎসাধীন বাকি ১৮জনের মধ্যে সদরে ৭জন, গাংনীতে ৪জন এবং মুজিবনগরে ৭জন রয়েছেন। রেফার হয়েছেন ৫৫ জন। যার মধ্যে সদর উপজেলার ৪১ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার ৯ জন, গাংনী উপজেলার ৬জন এবং মুজিবনগর উপজেলার ২জন রয়েছেন।
এদিকে স্বাস্থ্য বিভাগ জেলাবাসীকে পরামর্শ দিয়েছেন যে, সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ