মেহেরপুর অফিস: মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সোয়াব পরীক্ষার জন্য প্রেরিত নমুনাগুলোর মধ্যে থেকে গতকাল রোববার রাতে ৪৪টি রিপোর্ট পাওয়া যায়। এসব রিপোর্টের মধ্যে ১৩ জনের রিপোর্ট পজেটিভ হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, সোয়াব পরীক্ষার জন্য পাঠানো নমুনাগুলোর মধ্যে রোববার রাতে ১৩টি পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ৪৩ জন। যার মধ্যে সদর উপজেলায় ২৬ জন, গাংনী উপজেলায় ৭ জন ও মুজিবনগর উপজেলায় রয়েছেন ১০ জন রয়েছেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৮২ জন। যার মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, গাংনী উপজেলায় ৫৮ জন ও মুজিবনগর উজেলায় ৪০ জন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫১৫ জন। যার মধ্যে সদরে ২ হাজার ৭৯ জন, গাংনীতে এক হাজার ৭৭৮ জন ও মুজিবনগরে ৬৫৮ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ১২৬ জন। যার মধ্যে সদরে ৮৩ জন, গাংনীতে ১৮ জন ও মুজিবনগরে ২৫ জন রয়েছেন।