মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে একজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ১৬ জন। নতুন আক্রান্ত একজন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৬ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এনিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৪০৫ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৪৭ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৬২ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৯২ জন, গাংনী উপজেলায় ২০৫ জন এবং মুজিবনগর উপজেলায় ৬৫ জন রয়েছেন।
এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। চিকিৎসাধীন বাকি ১৬ জনের মধ্যে সদরে আটজন, গাংনীতে চারজন এবং মুজিবনগরে চারজন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৫২ জন। যার মধ্যে সদর উপজেলার ৩৮ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার নয়জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
করোনা প্রতিরোধে জনসচেতনতায় মেহেরপুর পুলিশের প্রচারণা ও মাস্ক বিতরণ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ