মেহেরপুর অফিস: জনশুমারি ও গৃহগণনা প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জনশুমারি ও গৃহগণনার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের নাম অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনশুমারি ও গৃহগণনার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান জনশুমারি ও গৃহগণনার উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, এনডিসি নাইদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, মেহেরপুর জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর পৌরসভাসহ সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আগের দিন বৃহস্পতিবার জনশুমারি ও গৃহগণনার উদ্বোধন করা হয়। এর আগে সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে মেহেরপুর জেলায় একযোগে জনশুমারি ও গৃহগণনা কাজ শুরু করা হয়। এক হাজার ৭৬০ জন গণনাকারী, ৩১৭ জন সুপারভাইজার, ১৮ জন জোনাল অফিসার, ১৮ জন জোনাল আইটি অফিসার, ৩ জন উপজেলা সমন্বয়কারী এবং একজন জেলা সমন্বয়কারী জনশুমারি ও গৃহগণনা কাজে অংশগ্রহণ করছেন।