মেহেরপুর অফিস: আগামী ১৯ মার্চ মেহেরপুর শহর, ২০ মার্চ সদর উপজেলা আওয়ামী লীগ, ২১ মার্চ গাংনী উপজেলা আওয়ামী লীগ ও ২২ মার্চ মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, এমএ হালিম, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসূল, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু প্রমুখ। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ হালিম বলেন, আগামী ১৯ মার্চ মেহেরপুর শহর, ২০ মার্চ সদর উপজেলা আওয়ামী লীগ, ২১ মার্চ গাংনী উপজেলা আওয়ামী লীগ ও ২২ মার্চ মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এর মধ্যে যে কয়টি ইউনিয়নে সম্মেলন হয়নি সেগুলো এরই মধ্যে শেষ করার জন্য স্ব স্ব কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সরকারের উন্নয়ন নিয়ে জনগেণের সামনে তুলে ধরা এবং আইন মেনে কর্মকা- পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার ইসলামপুরে স্বামী-স্ত্রীসহ ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ