মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ সভার আয়োজন করে। মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলের মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন এবং ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুরের উপ পরিচালক এ.জে.এম সিরাজুম মূনীর ও বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান গণসাক্ষরতা অভিযানের কর্মকর্তা সিরাজুল ইসলাম ও সামসুন নাহার কলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মউক নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মূল ধারায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি ও ঝরে পড়া শিক্ষার্থী হ্রাসে মউক কমিউনিটি বেইজ অ্যাপ্রোচ পদ্ধতিতে অগ্রসর হচ্ছে যার মধ্যে ডোর টু ডোর ক্যাম্পেইন অন্যতম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম (সার্বিক) বলেন, প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও পরে অভিভাবকের অসচেতনতার কারণে বিদ্যালয় থেকে ঝরে যায়, যা দীর্ঘ মেয়াদান্তে শুমারীর ফলে সরকারি পরিসংখ্যানে তুলে ধরার স্বল্পতা রয়েছে। তবে এখন কেন্দ্রীয় সরকার ও জেলা শিক্ষা প্রশাসনের কঠোর ও নিরবচ্ছিন্ন তদারকিতে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি এ সময় শিক্ষার উন্নয়ন সহযোগী হিসাবে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কাজের প্রশংসা করেন। আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান চান্দু, শিক্ষক সমিতির জেলা সভাপতি নাজমুল হক লিটন, আজগর আলী মাস্টার ও আব্দুর রকিব। এছাড়া অনুষ্ঠানে কর্মসূচির প্রধান পৃষ্ঠোপোষক গণসাক্ষরতা অভিযানের কর্মকর্তাবৃন্দ তাদের নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উন্নয়নের মাধ্যমে কাক্সিক্ষত এসডিজি লক্ষ্যে পৌঁছাতে সংস্থার নিজস্ব উদ্যোগে কিছু রুট লেভেল সার্ভে রিপোর্ট ও কর্মসূচির সার্বিক পরিকল্পনা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মউক’র মানবাধীকার কর্মী সাদ আহাম্মদ ও মোছা. কাজল রেখা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More