দেশের একটি পরিবারও দরিদ্র থাকবে না
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনাকালীন সময়ে মেহেরপুর জেলার কর্মহীন অসচ্ছল শিল্পী এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সাংস্কৃতিসেবী ও স্বেচছাসেবী সংগঠন কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এছাড়া মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার গ্রামপুলিশদের মাঝে পোশাক বিতরণের উদ্বোধন করা হয়েছে। সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও পোশাক বিতরণ করেন। এ সময় তিনি বলেন, দেশে একটি পরিবারও দরিদ্র থাকবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা সম্মানের সাথে মাথা উঁচু করে জীবনযাপন করতে পারছি। তিনি বলেন, ‘ইতিমধ্যে বর্তমান সরকার যাদের ঘর নেই তাদের ঘরের ব্যবস্থা করছেন এবং দরিদ্রদের স্বাবলম্বী করতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।’ তিনি বলেন, বর্তমান সরকার প্রথম ধাপে মেহেরপুর ও যশোর জেলার ১৫শ’ দরিদ্র পরিবারকে একটি করে গাভী গরু দেবে। সেই গরুর দুধ থেকে সরকারিভাবে বিভিন্ন খাবার সামগ্রী তৈরি করে বিক্রি করা হবে। এতে করে সেই পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হবে। আপাতত এই প্রকল্পটি দুটি জেলায় চালু করা হবে। পরবর্তীতে প্রতিটি জেলায় চালু করা হবে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমুখ। এ সময় মেহেরপুর জেলার ১৮টি সংস্থার মাঝে ৫ লাখ ৬ হাজার টাকার করে চেক প্রদান করা হয়। একই সময় মেহেরপুর জেলার এক’শ জন শিল্পীদের মাঝে প্রত্যেককে ৩ হাজার টাকার করে চেক এবং গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
এছাড়া, আরও পড়ুনঃ