মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিপ্লবী সংগঠন মেহেরপুরের উদ্যোগে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, মেহেরপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়ন, খোয়া ভাঙা মালিক সমিতি, ইজিবাইক মালিক- চালক সমিতির নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রহিনুজ্জামান পলেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু, সদর উপজেলায় ইটভাটা মালিক সমিতির সভাপতি আজিম রিয়াদ, সদর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, মেহেরপুর জেলা ইজিবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিন্টু প্রমুখ।
মতবিনিময় সভায় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, মেহেরপুর জেলার ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, খোয়া ভাঙা মালিক সমিতি, ইজিবাইক মালিক-চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ