বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নতুন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের সমর্থনে ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ওয়ার্ড কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মজিবার রহমান সভাপতি, মাহফুজুর হাসান তুহিন সাধারণ সম্পাদক, আলাল হোসেন সিনিয়র সহ-সভাপতি, শাহাদাত হোসেন যুগ্ম সম্পাদক, খন্দকার সোহাগকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, বিএনপি নেতা মুজিবার মাস্টার, আব্দুর রশিদ, নজরুল ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.