মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বামুন্দী পশুহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বজ্রপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে মকবুল হোসেন (২৯) ও তার বন্ধু চরগোয়ালগ্রামের আওয়াল হুজুরের ছেলে আক্তারুজ্জামান (২৮)। দু’জনই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ঢাকায় থাকতেন। ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দুজন। আক্তারুজ্জামান বিসিএস পরীক্ষা দিয়েছেন। আর মকবুল হোসেন একটি বেসরকারি টেলিভিশনে শিক্ষানবিশ রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল হোসেন ও আক্তারুজ্জামান চরগোয়ালগ্রাম থেকে মোটরসাইকেলযোগে বামুন্দী আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ওবাইদুর রহমান জানান, ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে।
পূর্ববর্তী পোস্ট
ঈদের দিন সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় আরও ২২ মৃত্যু, শনাক্ত ৮৮৬
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ