মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়রে খোকসা গ্রামে অটোভ্যানের ধাক্কায় হাদিসুর রহমান (৫) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু হাদিসুর রহমান খোকসা গ্রামের শেখপাড়া এলাকার জসিরুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে আমঝুপি-গাঁড়াডোব সড়কের খোকসা শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার থেকে যাত্রীবাহী একটি অটোভ্যান গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের দিকে যাচ্ছিলো। অটোভ্যানটি খোকসা গ্রামের শেখপাড়ায় পৌঁছুলে ওই সময় শিশু হাদিসুর রহমানসহ তার কয়েকজন বন্ধু বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। ওই সময় দ্রুতগামী ওই অটোভ্যানের সাথে ধাক্কা খায় শিশু হাদিসুর রহমান। স্থানীয়রা গুরুতর আহত হাদিসুর রহমানকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।