মেহেরপুর অফিস: মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের শোলমারী সরকারি হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্মআহবায়ক ফয়েজ মোহাম্মদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর খান ছাতু, লিটন মাস্টার, সৌরভ, যুবদল নেতা আবু তালেব, আব্দুল আলিম, রফিকুল ইসলাম, জিনারুল ইসলাম, নিজামুদ্দিন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.