মেহেরপুর অফিস: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার আশরাপুর গ্রামের আবুবক্করের ছেলে ইসমাইল হোসেন (৩৫), আব্বাসের স্ত্রী মামুরা খাতুন (৫০), আবু বক্করের ছেলে আব্বাস (৫৫), ইসমাইলের স্ত্রী সাফিয়া খাতুন (৩২), আলফাজ মোল্লার ছেলে ইউনুস আলী (৪০), ইউনুস আলীর স্ত্রী হাজেরা খাতুন (৩৫) এবং আলফাজ মোল্লার ছেলে আহসান। স্থানীয়রা জানিয়েছেন আশরাফপুর গ্রামের একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইসমাইল হোসেনের পরিবারের সাথে আহসানের পরিবারের সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় উভয়পক্ষের ৭জন আহত হন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ