স্টাফ রিপোর্টার: উত্তরবঙ্গে প্রবাহমান মৃদু শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করে চুয়াডাঙ্গা যশোরসহ দেশের অধিকাংশ অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, প্রবাহমান শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সকালের দিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধলনের কুয়াশা পড়তে পারে। ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। গতকাল দেশের সর্বনি¤œ তাপমাত্রা বদলগাছীতে ৬ দশমিক ৫ ও সর্বোচ্চ টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে রাখা তাপমাপা যন্ত্রের পারদ আরও নিচে নিমে সর্বোচ্চ ২২ দশমিক ৭ ও সর্বনি¤œ ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।