মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের ফরিদপুর পাড়ার মৃত বকুর ছোট ছেলে ভন্তার বসত বাড়িতে আগুন লেগে ঘরের আসবাবপত্রসহ ব্যাবহারের যাবতীয় কাপড়-চোপড়, একটি বকনা গরু ও একটি ছাগল পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল মঙ্গলবার ইফতারির আগ মুহূর্তে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, আনন্দবাস ফরিদপুর পাড়ায় মৃত বকুর ছোট ছেলে ভন্তার বসবাস, কোন রকম দিন মুজুরের কাজ করে খুব কষ্ট করে কোন রকম সংসার চলে ভন্তার কিন্তু হঠাৎ এই অগ্নিকা-ে সব কিছু পুড়ে যাওযায় হতাশায় ভেঙে পড়েছে ভন্তা। স্থানীয় সূত্র জানায় সবাই ইফতারের জন্য ব্যস্ত ঠিক ইফতারের ১০ মিনিট আগে হঠাৎ দেখা যায় ভন্তার ঘরে আগুন জ্বলছে। ভন্তার চিৎকার ও চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে সহযোগিতা করে। তাতেও আগুন নেভাতে না পারায় মুজিবনগর ফায়ার সার্ভিসে খবর দিলে মুুজিবনগর ফায়ার সার্ভিসের একটি টিম এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র ব্যাবহারের কাপড়, কাথা কম্বল একটি বকনা গরু ও ছাগলসহ আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায়। কিভাবে আগুন লেগেছে এ ব্যাপারে জানতে চাইলে কেউ কিছু বলতে পারেনি। এ বিষয়ে ইউপি সদস্য সানোয়ার হোসেন (দানা) জানান, আমরা সবাই ইফতারি নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি মৃত বকুর ছোট ছেলে ভন্তার বসত বাড়িতে আগুন জ্বলছে। আমি মুজিবনগর ফায়ার সার্ভিসে খবর দিলে ও স্থানীয়দের সহায়তায় আগুন নিভে যায়। কিন্তু পরিবারটির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ধারণা করছি প্রায় দুই লাখ টাকার ক্ষতি হতে পারে। তাই যেহেতু ভন্তা খুবই অসহায় তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তাই উপজেলা নিবার্হী কর্মকর্তার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি তার পাশে দাঁয়ায় তাহলে হয়তো পরিবারটি আবার নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে।