মেহেরপুর অফিস: মেহেরপুর-মুজিবনগর সড়কে দুর্ঘটনায় ফিলু নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ফিলুর মৃত্যু হয়। ফিলু মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের খেতের আলীর ছেলে।
জানা গেছে, এদিন সন্ধ্যার আগে ফিলু ঘাস নিয়ে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে মেহেরপুর-মুজিবনগর সড়কের পুরন্দরপুর বাজারের কাছে পৌছুলে দ্রুতগামী একটি মোটরসাইকেল ফিলুকে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ফিলু এবং মোটরসাইকেল চালক সঞ্জু আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তির জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক ফিলুকে মৃত ঘোষণা করেন। আহত সঞ্জু মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের নঈম উদ্দিনের ছেলে। সাইকেল আরোহীর মৃত্যুর সংবাদ শুনে আহত সঞ্জু হাসপাতাল থেকে পালিয়ে যায়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ