মুজিবনগর প্রতিনিধি,
মাথাভাঙ্গা অনলাইন: মেহেরপুর জেনারেল হাসপাতালে বুধবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করা ৩৬ বছর বয়সী সেই ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন। তার শরীরের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ বলে নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন। এ নিয়ে মেহেরপুর জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২ আর মৃত্যু ১। মৃত্যু বরণ করা ওই ব্যক্তির বাড়ি মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে। জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে বুধবার সকালে নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা আক্রান্ত রোগী হিসেবেই প্রয়োজনীয় ব্যবস্থাপনার মধ্য দিয়েই তার মরদেহ দাফন করে প্রশাসন।
মেহেরপুর সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন বলেন, ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ বলে নিশ্চিত হয়েছি।
ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের লোকজন, চিকিৎসক, নার্সসহ অন্যান্য সবাইর তালিকা করে হোম কোয়ারিন্টিন করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন।
এর আগে গতকাল বুধবার মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে বসবাসকারী ব্র্যাকের এক যক্ষাকর্মী প্রথম ব্যক্তি হিসেবে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত সনাক্ত হন। বল্লভপুর গ্রামের প্রতিবেশী গ্রাম ভবরপাড়া গ্রামের ওই ব্যক্তির মৃত্যুর পর গোটা এলাকায় করোনা আতংক বিরাজ করছে। একই এলাকায় একজন আক্রান্ত আর একজন মৃত্যুর ঘটনায় গোটা এলাকা লক ডাউনের দাবি করেছেন এলাকাবাসী।