মুজিবনগরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা

মুজিবনগর প্রতিনিধি: তরুণরা এই বাংলাদেশকে কিভাবে দেখতে চাই এই লক্ষ্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মুজিবনগরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে এ কর্মশালার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রওনক জাহান ও মুজিবনগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাউসার আলী, মুক্তিযোদ্ধা আহসান হাবিব, আফজাল হোসেন, মুজিবনগর উপজেলার ছাত্র সমন্বয়ক শাউন শেখ, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর হাসানুজ্জামান খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিলর বাবুল মল্লিক। এ সময় শিক্ষার্থীদের পাঁচটি গ্রুপে বিভক্ত করে কেমন বাংলাদেশ চান এ বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More