মুজিবনগর প্রতিনিধি: জমি জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুজিবনগরে চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামে খায়রুল ইসলামের বাড়ির সামনের জমির সীমানা নির্ধারণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ভবানীপুর গ্রামের মৃত চমৎকার মোড়লের ছেলে খায়রুল ইসলাম (৬০), খায়রুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২০)। অপরপক্ষের মৃত ইয়াসিন মোড়লের ছেলে মোখলেসুর রহমান (৫২) ও আরজ আলীর ছেলে আশিক (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেসুর রহমান পাকা ঘর নির্মাণ করতে গেলে তার চাচারা বাধা দেয়, কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাইরুল ও সাব্বির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে চিকিৎসক।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.