মুজিবনগর প্রতিনিধি : মেহেরপুর পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃস্পতিবার রাত ৮ টায় মুজিবনগর উপজেলার রামনগর ব্রিজ মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজা দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃতরা হ’ল রামনগর গ্রামের সুরমান মোল্লার ছেলে নাজিমউদ্দীন মোল্লা (৫০) ও শিবপুর গ্রামের আমজাদ হোসেনেরর ছেলে আব্দুল হালিম (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্তার রায় চৌধুরী পিপিএম’র নেতৃত্বে এসআই জসিম ও এসআই মাহাজার উদ্দীন এ অভিযান পরিচালনা করে তাদের আটক সহ ওই গাঁজা উদ্ধার করে।
তিনি আরো জানান, মেহেরপুর পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানাধীন রামনগর এলাকায় অভিযান চালিয়ে আসামী নাজিমউদ্দীন মোল্লা ও আব্দুল হালিমকে গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামী নাজিমউদ্দীন মোল্লার বিরুদ্ধে কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ