মুজিবনগরে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি সিসি ক্যামেরার হার্ড ডিক্সটাও খুলে নিয়ে গেছে চোরের দল

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাতে প্রথমে ব্যাংকের পেছনে জানালা গ্রিল কেটে চোর দলের সদস্যরা ব্যাংকে প্রবেশ করে। এরপর ভোল্টের তালা ভেঙে লুট করে নিয়ে যায় প্রায় ৬ লাখ ৩৩ হাজার টাকা। পরে বৃহস্পতিবার সকালে দায়িত্বরতরা ব্যাংকে আসলে চুরির বিষয়টি বুঝতে পারেন। ব্যাংকের ম্যানেজার আব্দুল গাফ্ফার জানান, ‘বুধবার নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। এ সময় ব্যাংকের লকার ঘরে ভোল্টে ৬ লাখ ৩৩ হাজার টাকা রাখা ছিলো। সকালে ব্যাংকের পিয়ন হাসিবুল প্রথমে চুরির বিষয়টি লক্ষ্য করেন এবং আমাকে ফোন করে বিষয়টি জানান। আমি দ্রুত ব্যাংকে এসে দেখতে পাই জানালার গ্রিল কাটা, ভোল্টের তালা ভাঙা এবং সিন্দুক ভাঙা অবস্থায় রয়েছে। ব্যাংকটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ছিলো। ‘চোরের দল সিসি ক্যামেরার হার্ড ডিক্সটাও খুলে নিয়ে গেছে।
এদিকে চুরির খবর পাওয়ার পর পর স্থানীয় থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসে। সকাল থেকে একে একে ঘটনাস্থলে ছুটে আসেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এবং জেলা গোয়েন্দা শাখার ওসি গোপাল চন্দ্রসহ পুলিশের ঊর্ধ্বতনরা। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির অবস্থান। নিচে একটি মার্কেট রয়েছে। ব্যাংকের লোহার জানালা কেটে ফেলা হয়েছে এবং ভোল্ট খোলা। সেখানে কথা হয় ব্যাংকের এক কর্মীর সঙ্গে। তিনি বলছেন, ধারণা করা হচ্ছে, চোরের দল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় জালানার গ্রিল কেটে প্রথমে ব্যাকের ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের ভেতরে সিন্দুক আকারের লোহার ভোল্ট ভেঙে চোরের দল সেখানে থাকা ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে।
ব্যাংকের নিচে মার্কেটের ব্যবসায়ী স্থানীয় বাসিন্দা আকবর আলী বলছিলেন, ‘ব্যাংক লুটের ঘটনা খুবই দুঃসাহসিক। এই ঘটনায় ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে এখন উদ্বিগ্ন। এই ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় পুলিশ নিতে ব্যর্থ হলে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হবে।’
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘রাতের কোনো এক সময় একদল চোর ব্যাংকটির পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভোল্টে থাকা টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।’ এছাড়া চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে পুলিশ থানায় নিয়েছে বলে জানান তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More