মাস্টার মাইন্ড টগরের ৭দিনের রিমান্ডের আবেদন

দর্শনা কেরুজ এলাকায় বোমা উদ্ধার মামলার সন্দেহভাজন

স্টাফ রিপোর্টার: দর্শনা কেরুজ চিনিকল এলাকায় শক্তিশালী বোমা উদ্ধার মামলায় কেরুজ ঝাঝরি ফার্মের করনীক রাসেল উদ্দিন টগরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করে ৭দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। টগরকে সবুজ সংগঠনের অর্থদাতা, নির্বাচন পরিচলনার মাস্টার মাইন্ড ও বোমা উদ্ধারের ঘটনার নেপথ্যের নায়ক বলে অভিযোগ করছে মিলের শ্রমিকরা। যে কারণে তার গ্রেফতারে সর্বত্র স্বস্থির একটি আবহ ছড়িয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের সুমন কফি হাউসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় কেরুজ করপোরেশন লাইনের আলোচিত এ টগরকে। টগর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার ছেলে। কেরুজ নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক বোমা উদ্ধারের ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে শ্রমিক-কর্মচাীিররা চিহ্নিত করে ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ সবুজের ফুফাতো ভাই একনিষ্ঠ কর্মী টগরকে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (অপারেশন) অনুপ দাস জিজ্ঞাসাবাদের জন্য টগরের ৭দিনের রিমান্ডের আবেদন করেছেন আদালতে। গত ১৩ ফেরুয়ারি কেরুজ জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশে একটি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। তারপর থেকে একের পর এক পৃথক কয়েকটি স্থান থেকে ২৯দিনের ব্যবধানে পুলিশ ১৪টি বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় দর্শনা থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ বোমা ঘটনায় জড়িত সন্দেহে ৭জনকে গ্রেফতার করেছে। টগরকে বোমা উদ্ধার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি শহীদ তিতুমীর। তিনি আরও জানান, পুলিশ বোমা উদ্ধার ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে। বোমার ঘটনার সাথে জড়িতরা যত শক্তিশালী হোকনা কেন ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। যত দ্রুত সম্ভব কেরুজ এলাকায় দফায় দফায় বোমা উদ্ধার নেপথ্যের রহস্য উৎঘাটন করা হবে। জড়িত প্রত্যেককে করা হবে গ্রেফতার। বোমা উদ্ধার মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইন্সপেক্টর (অপরেশন) অনুপ গ্রেফতারকৃত টগরকে আদালতে সোপর্দ করে ৭দিনের রিমান্ডের আবেদন করেছেন। এদিকে কেরুজ শ্রমিক-কর্মচারীরা মন্তব্য করে বলেছে, রিমান্ডে টগরকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে বের হতে পারে জড়িতদের নাম ও উন্মোচন হতে পারে বোমা রহস্যের নেপথ্যের কাহিনী।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More